মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
আজ বুধবার বোচাগঞ্জ উপজেলার ৫নং ছতইল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মরহুম মোঃ সাজ্জাদ হোসেনের জানাজায় অংশ নেন বিরল- বোচাগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী। জানাজার পর তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সময়, আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী উপস্থিত জনসমাগমে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, “মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” পাশাপাশি তিনি সকলকে মরহুমের জন্য দোয়া করার আহ্বান জানান।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, জনগণসহ উপস্থিত ব্যক্তিরা আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরীর বক্তব্যে সাড়া দেন এবং মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ।
Leave a Reply