চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে বিএনপি’র সকল ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগপন্থী ও আত্মীয়-স্বজন দ্বারা “অবৈধ কমিটি” প্রণয়নের অভিযোগ এনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও ত্যাগী নেতাকর্মীদের সম্পূর্ণ উপেক্ষা করে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের ও স্বজনদের দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এতে দলের প্রকৃত নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন।
বক্তারা অবিলম্বে এই “অবৈধ কমিটি” বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা বক্তারা।
সমাবেশে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলাম
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
Leave a Reply