মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমা গুচ্ছগ্রাম সংলগ্ন আদিবাসী পাড়ার খেলার মাঠ জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার (২৭ আগস্ট) পাল্টাপুর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে পশ্চিম ভোগডোমা আদিবাসী পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, নূরনবী গ্যাং নামে পরিচিত একটি চক্র জোরপূর্বক খেলার মাঠ দখলের চেষ্টা চালাচ্ছে। মাঠটি এলাকার শিশু-কিশোরদের একমাত্র বিনোদন ও ক্রীড়া চর্চার স্থান। মাঠ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
Leave a Reply