দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরের ইচ্ছাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ ২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সোমবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির আটজন ও নবম শ্রেণির ১৩ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে পাঁচজনকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, বাকিরা নিজস্ব ব্যবস্থায় চিকিৎসা নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর থেকে শিক্ষার্থীরা মাথা ঘোরা, বমি ও অজ্ঞান হওয়ার মতো উপসর্গে ভুগতে থাকে। গরম আবহাওয়া ও শ্রেণিকক্ষে বিদ্যুৎ না থাকাই এর কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কালবেলাকে জানান, “আসা শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত।”
অভিভাবকরা অভিযোগ করেন, বিদ্যালয়ে ফ্যানের সংখ্যা খুবই কম। দীর্ঘদিন ধরে অভিযোগ করলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। সুরাই বেগম নামে এক অভিভাবক বলেন, “প্রচণ্ড গরমে মেয়েরা প্রায়ই কষ্ট পায়, অথচ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেয় না।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাউসার আহমেদ বলেন, “কোন কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তা নিশ্চিত নয়। তবে গরম ও ফ্যানের ঘাটতির বিষয়টি সত্য হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply