দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
খুলনার কয়রা উপজেলার হরেকাটি গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে স্ত্রীকে জোরপূর্বক আটকে রেখে প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে।
কান্নাজড়িত কণ্ঠে হাফিজুর বলেন, “আমার স্ত্রী প্রতিদিন কান্না করতে করতে আমাকে ফোন দেয়। বলে—‘আমাকে এখান থেকে উদ্ধার করো, এঁরা আমাকে মেরে ফেলবে।’ ওর শরীরজুড়ে আঘাতের দাগ, ও আমাকে সেই ছবি পাঠিয়েছে। এমনকি নির্যাতনের ভিডিও পাঠিয়েছে। আমি প্রমাণ নিয়ে থানায় যাই, কোর্টে যাই, কিন্তু কোথাও সাহায্য পাই না। এখন আমার স্ত্রী হয়তো মৃত্যুর মুখে, অথচ আমি অসহায়।”
Leave a Reply