দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেন ছিনতাই এর চেষ্টায় ঘটনায় এক নারীকে আটক করেছে জনতা
। রবিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আটককৃত নারী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতেন গ্রামের শেফালী (৩০)।
পুলিশ জানায়, শেফালী শনিবার রাতে ট্রেনে করে হবিগঞ্জ থেকে যশোরে আসেন। রোববার সকালে যশোর সদর হাসপাতালে রোগী দেখতে এসে আরবপুরের নাসিমা (৪৪)-এর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে নাসিমার চিৎকারে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং হাসপাতালের গার্ডদের সহযোগিতায় পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে কোতয়ালি থানা পুলিশ জানিয়েছে।
হাসপাতালগুলোতে রোগীর স্বজনদের ভিড় বেশি থাকে বলে ছিনতাইকারী ও চোরচক্ররা সহজেই সুযোগ নেয়। তাই হাসপাতালে স্বর্ণালঙ্কার, মোবাইল বা দামি জিনিসপত্র না আনা এবং সর্বদা সতর্ক থাকা অত্যন্ত জরুরি।
Leave a Reply