মোঃ আব্দুর রহমান কুমারখালী উপজেলা প্রতিনিধি।
গতকাল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ পরীক্ষায় অনিয়ম দুর্নীতির অভিযোগে।
পরিচালক ডাঃ মোঃ আনারুল কবির ও হিসাব রক্ষক মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে।
আজ সকাল ১০ ঘটিকার সময়।কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক মানববন্ধনের আয়োজন করে। কুষ্টিয়া জেলার সকল জুলাই যোদ্ধা এবং মেডিকেল কলেজের পরীক্ষার্থীরা।
পরীক্ষার্থীরা দাবি করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও হিসাব রক্ষক সহ সকল কর্মকর্তা ও কর্মচারীর নিজস্ব দুই থেকে তিনটি করে ক্যান্ডিডেট রয়েছে। যথাঃ১/মোঃ তানভীর আহমেদ হিসাব রক্ষকের নিকট আত্মীয়।
২/মোঃআবির ইসলাম। অফিস সহায়ক এর নিকট আত্মীয়।
৩/মোঃ সুজন ইসলাম। অফিস সহায়ক এর ক্যান্ডিডেট।
৪/মোঃসাঈদ ইসলাম । অফিস সহায়ক এর ক্যান্ডিডেট।
৫/মোছাঃ মেঘলা খাতুন। হিসাবরক্ষক আনোয়ারের নিকট আত্মীয়।
৬/মোঃ রোকনুজ্জামান। হিসাব রক্ষক আনোয়ারের ক্যান্ডিডেট।
৭/মোছাঃ জুতি খাতুন। অফিস সহায়ক এর ক্যানডিডেট।
৮/শ্রী অনুপ কুমার। অফিস সহায়ক এর ক্যান্ডিডেট।
উল্লেখ্য যে সবগুলো ক্যানডিডেট। “পরিচালক” “হিসাব রক্ষক” এবং অফিস সহায়ক এর নিকট আত্মীয় এরা সবাই আউটসোর্সিং এর অনিয়মিত শ্রমিকের চাকরি করে। মোঃ আনারুল এদের নিয়োগ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে।তাই সকল জুলাই যোদ্ধা এবং চাকরি প্রত্যাশীরা কুষ্টিয়া মেডিকেল কলেজের পরিচালক এবং হিসাব রক্ষক কে অপসারণের দাবি জানিয়েছেন। এবং এদের চাকরি পাইয়ে দিতে পারলে তার কি লাভ এইটা খতিয়ে দেখছে সকল জুলায় যোদ্ধা এবং কুষ্টিয়া মেডিকেলের চাকরি প্রত্যাশীরা।
Leave a Reply