খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগের মাঠ পর্যায়ের দ্বিতীয় দিনের কার্যক্রম কুষ্টিয়ায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটায় কুষ্টিয়া পুলিশ লাইনস মাঠে শারীরিক সক্ষমতা যাচাই (ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট) অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার অংশ হিসেবে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প এবং হাই জাম্প অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, “এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হচ্ছে। কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।” তিনি শারীরিক সক্ষমতা যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের সদস্য এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ধাপে ধাপে টিআরসি নিয়োগের বাকি কার্যক্রমও সম্পন্ন করা হবে।
Leave a Reply