অনিকুল ইসলাম উজ্জ্বল স্টাফ রিপোর্টার কলাপাড়া পটুয়াখালী
কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের মোঃ প্রিন্স গাজীর মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার সমুদ্রে ডু-বে গেছে। ট্রলারটিতে ৬ জন জেলে ছিলেন। তবে , তাদের কারো কোনো ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার সময় ট্রলারটি হঠাৎ করে সমুদ্রের ঢেউয়ে পানি ঢুকে ডু-বে যায়। এসময় কাছাকাছি থাকা অন্য ট্রলারের জেলেরা দ্রুত এগিয়ে এসে ডুবে যাওয়া ট্রলারটিকে কূলের দিকে নিয়ে আসে। ট্রলারে থাকা জেলেরা নিরাপদে ফিরে আসলেও, ট্রলারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক প্রিন্স গাজী।
স্থানীয়দের মতে, সামুদ্রিক মাছ ধরার মৌসুমে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তবে সময়মতো উ’দ্ধা’র পাওয়ায় বড় ধরনের প্রা-ণহা’নি এড়ানো গেছে।
Leave a Reply