মোঃ শাহিন হাওলাদার
চট্টগ্রামে বোয়ালখালীতে বিষপানে তানজু আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানজু আক্তার উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা গ্রামের প্রবাসী মো. নুরুন্নবীর স্ত্রী।
স্থানীয়রা জানান, তানজু আক্তারের স্বামী মো. নুরুন্নবী সংযুক্ত আরব আমিরাতের দুবাই রয়েছেন। রাতে প্রবাস থেকে নুরুন্নবী স্ত্রীর মোবাইল ফোনে বারবার কল দিয়ে না পেয়ে পাশের বাড়ির এক নারীর মোবাইল ফোনে কল দেন এবং স্ত্রী কেন ফোন ধরছে না, খোঁজ নিতে বলেন।
এরপর ওই নারীসহ প্রতিবেশীরা তানজুকে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তানজুকে গুরুতর অবস্থায় পান। এরপর প্রতিবেশীরা নুরুন্নবীকে মোবাইল ফোনে বলেন, ‘আপনার স্ত্রী বিষপান করেছেন।’ পরে তানজুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূ বিষপান করেছিলেন। এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান ওসি
Leave a Reply