মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
জাতীয়বাদী দল বিএনপি’র তৃণমূল পর্যায়ের সংগ্রামী রাজনীতির এক উজ্জ্বল প্রতীক হিসেবে উঠে এসেছেন।পৌর ১৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহারিয়ার আহমেদ জীবন। দলে দুঃসময়ের সাহসী নেতৃত্ব। আইনি পরামর্শ ও আর্থিক সহযোগিতায় যারা পাশে ছিলেন তাদের মধ্যে, অন্যতম ছিলেন জীবন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে। তিনি দীর্ঘদিন রাজপথে মাঠে, আন্দোলনে ও সংগ্রামের দলীয় আর্দশে অবিচল থেকেছেন। সাবের বার কাদা ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও পৌর কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্বশীলভাবে তৃনমুল নেতাকর্মীদের কাছে আস্থা ও গ্রহনযোগ্যতা নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠীত হয়েছেন। তিনি একজন সুশিক্ষিত ও পরিক্ষীত একজন জননেতা হিসাবে তৃনমুল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত পরিচিত মুখ। একজন সুশিক্ষিত ত্যাগী এবং সময়ের পরিক্ষায় মাঠে, ঘাটে উত্তীর্ণ তরুন নেতৃত্ব হিসাবে সর্বমহলে সম্মানিত ও অবিচল গ্রহনযোগ্য এর নাম।
এছারা ও ১৪ নং ওয়ার্ড তৃনমুল নেতাকর্মীরা মনে করেন বর্তমান রাজনৈতিক সংকট বর্তমান রাজনৈতিক সংকটে দলকে সুসংগঠিত করে আগামী দিনের আন্দোলনে নেতৃত্ব দিতে হলে সুশিক্ষিত ত্যাগী জনসংম্পক্ত পরীক্ষিত নেতারই প্রয়োজন। এবং তারা বলেন আমরা দেখেছি সাহারিয়ার আহমেদ জীবন কখনো পিছনে দাড়ায়নি।তিনি দলীয় সংকটে সব সময় পাশে থেকেছেন। স্বৈরাচারী সরকারের শাসন আমলে বিভিন্ন মামলা মোকাদ্দাম ও আইনি বিষয় ও আর্থিক সহযোগিতা করেছেন তিনি নেতা বলতে আমরা তাকেই বুঝি।
তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তির নন তিনি একজন সংগঠক। তার আর্দশীক রাজনৈতিক, মানবিক চেতনা রাজনীতি শক্তিশালী সংগঠনিক দক্ষতাই দলকে এনে দিতে পারে নতুন গতি ও শক্তি।
জানতে চাইলে শাহারিয়ার আহমেদ জীবন বলেন বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং এটি একটি গণত্রান্তিক দল। রাজনৈতিক মানে মানুষের সেবা, নেতৃত্ব মানে দায়িত্ব ও ত্যাগ। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান যেভাবে দেশ ও জনগনের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখেছেন। আমি সেই আদর্শকে বিশ্বাস করি।
Leave a Reply