পরিবারের অসুস্থ মুমূর্ষু মানুষকে বাচাঁতে ভালো মানের ওষুধ কিনতে আস্থাশীল ফার্মেসী থেকেই নিতে চান। কিন্তু সাধারণ মানুষের সেই বিশ্বাস ও আস্থার সাথে শুধুমাত্র বেশি মুনাফার জন্য প্রতারণা করছে নামী-দামী প্রতিষ্ঠান লাজফার্মা লিমিটেড। সম্পূর্ণ কম্পিউটারাইজ, শীততাপ নিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠানে ভেজাল ওষুধ রেখে তা বিক্রি ভাবিয়ে তুলেছে খুলনাবাসীকে। ত্হলে মানুষ আর কাকে বিশ্বাস করবে?
সাধারণ অসহায় মানুষ আসলে চিকিৎসকের পরে দ্বিতীয় বিশ্বস্ত মনে করেন ওষুধের ফার্মেসীকে। কারন তাদের হাত থেকেই পরিবারের ওই অসুস্থ মানুষটির শেফা পাবার ওষুধটি যাবে। কিন্তু অতি মুনাফা লোভীদের সেদিকে নেই কোনো খেয়াল। ভেজাল বা নকল ওষুধ খেয়ে সেই রোগী মারা যাবে নাকি বেচেঁ থাকবে তা নিয়ে এসকল অসাধু ব্যবসায়ীদের কোন ভাবনা নেই।
সম্প্রতি খুলনার রয়্যাল মোড় এলাকায় অবস্থিত লাজফার্মায় অভিযান চালিয়ে অননুমোদিত ভেজাল ওষুধের সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১৮ আগস্ট দুপুরে হাতে নাতে ধরে লাজফার্মার ওই আউটলেটে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মানুষের জীবনরক্ষকারী ওষুধ নিয়ে প্রতারণা করা, ভেজাল ও অননুমোদিত ওষুধ ক্রয়-বিক্রয়ের শাস্তি শুধুই কি জরিমানা? এ প্রশ্ন থাকলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সাধারণ মানুষের কাছে।
Leave a Reply