খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক যুবকের সিংহের খাঁচায় লাফিয়ে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ২০১৯ সালে ভারতের দিল্লির এক চিড়িয়াখানার হলেও নতুন করে প্রকাশের পর তা আলোচনার জন্ম দিয়েছে।
২০১৯ সালের ১৭ অক্টোবরে সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক যুবক সিংহের খাঁচার ভেতরে লাফিয়ে পড়ে সিংহটির সঙ্গে পোষা কুকুর বা বিড়ালের মতো আচরণ করতে শুরু করেন।
পুরো সময়জুড়ে ওই ‘খেলাধুলার মুহূর্তে’ সিংহটি তাকে আঘাত করেনি। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণীটিকে অচেতন করার পর ঘটনাস্থল থেকে লোকটিকে উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।
বিহারের চম্পারণ জেলার বাসিন্দা রেহান খান নামের ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন বলে দিল্লি চিড়িয়াখানার সূত্র জানিয়েছিল। চিড়িয়াখানার কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এদিকে গত ১৭ আগস্ট ফেসবুকে মিয়াও মিয়াও নামের একটি পেজে ভিডিওটি নতুন করে প্রকাশ করা হয়। ব্যবহারকারীদের সেখানে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সিংহটির উপস্থিত বুদ্ধি মাতাল লোকটির চেয়ে বেশি ছিল।’ অন্য আরেকজন লিখেছেন, ‘ওই সিংহটা বোকা নয়, সে জানত যদি সে ওই লোকটাকে স্পর্শ করে তাহলে সে মৃত সিংহ হয়ে যাবে। সে এখন খুব ভালোভাবে বেঁচে আছে।
Leave a Reply