মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলায় জীবন মহল পার্ককে ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকালে উপজেলার চককাঞ্চন এলাকায় দুটি ভিন্ন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়। একপক্ষ উদ্যোক্তা ড. আনোয়ার চৌধুরী জীবনের বিচার ও জীবন মহল পার্ক বন্ধের দাবি জানায়, অন্যপক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দেয়।
সকাল ৯টায় ইসলাম প্রিয় তৌহিদী জনতা বিরল উপজেলা শাখার উদ্যোগে প্রথমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে আলেম-ওলামাবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহার নিকট স্মারকলিপি প্রদান করেন। পরে তারা চককাঞ্চন মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি খায়রুজ্জামান, দিনাজপুর-২ আসনে দলটির মনোনীত প্রার্থী জেলা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাবিদ, বিরল উপজেলা সভাপতি মাওলানা হাসান আলী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আরমান আলী, ছাত্র আন্দোলনের সভাপতি ফারহান আব্বাস, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবু রায়হান ও উপজেলা যুব আন্দোলনের সেক্রেটারি ফজলে রাব্বি। সমাবেশ শেষে দোয়া ও মুনাজাত করা হয়।
অন্যদিকে জীবন মহল পার্কের প্রধান গেটের সামনে কর্মরত ব্যক্তি, তাদের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা পৃথক এক প্রতিবাদ সভা আয়োজন করেন। সেখানে বক্তারা অভিযোগ করেন, উদ্যোক্তা ড. আনোয়ার চৌধুরী জীবনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র চালানো হচ্ছে। তারা এসব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দেন।
একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সকাল থেকে এলাকায় উত্তেজনা দেখা দিলেও স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ সক্রিয় ভূমিকা রাখায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচিগুলো শেষ হয়।
এর আগে ১৬ আগস্ট (শনিবার) রাতে জীবন মহল পার্কের হোয়াইট হাউজ রিসোর্টে অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ম্যানেজার মোজাম্মেল হক ও সহকারী ম্যানেজার জুয়েল রানাসহ সাতজনকে কারাদণ্ড ও ৩৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন দিনাজপুরের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।
এই ঘটনার পর থেকেই ইসলাম প্রিয় তৌহিদী জনতা জীবন মহল পার্ক বন্ধ ও ড. জীবনের বিচারের দাবিতে আন্দোলন শুরু করে। অপরদিকে পার্ক সংশ্লিষ্টরা এসব অভিযোগকে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক বলে দাবি করছে।
এলাকাবাসীর একাংশ মনে করেন, জীবন মহল পার্ক একটি পারিবারিক বিনোদনকেন্দ্র হিসেবে স্থানীয় অর্থনীতি ও সমাজে অবদান রাখছে। অপর অংশের দাবি, সেখানে অসামাজিক ও ইসলামবিরোধী কার্যকলাপ চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।
Leave a Reply