মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ অবসর গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল রাজ্জাকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
বিদায় অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক, প্রভাষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান।
প্রসঙ্গত, প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
Leave a Reply