মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলার মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়ক ও জনপদ (সওজ) বিভাগের ফাঁকা জায়গায় অবৈধ দখল প্রতিরোধে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে দিনাজপুর মেডিকেল মোড় দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সমিতির সভাপতি হাসানুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন কলিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
জানা যায়, সম্প্রতি জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনী সওজ বিভাগের রাস্তার পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। ফাঁকা পড়ে থাকা এসব জায়গা দখলমুক্ত রাখতে এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়।
Leave a Reply