খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
EDLMS প্রকল্পের আওতায় কুষ্টিয়া সদর উপজেলায় চলমান ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম নিয়ে সচেতনা তামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন।
সেমিনারে ভূমি জরিপ চলাকালীন ভূমি মালিকদের করণীয় বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন,ডিজিটাল জরিপ পদ্ধতি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে এবং দীর্ঘদিনের জটিলতা নিরসনে সহায়ক হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি বলেন,ডিজিটাল ভূমি জরিপ ভূমি সংক্রান্ত বিরোধ কমাতে এবং জালিয়াতি প্রতিরোধে কার্যকর হবে। এজন্য ভূমি মালিকদের সঠিক তথ্য প্রদান করতে হবে।
সেমিনারে জেলা প্রশাসন,ভূমি অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply