হাসান হৃদয়
লালমোহন
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ভোলার লালমোহন উপজেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে লালমোহন প্রেস ক্লাব ও লালমোহনে কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে পৌরশহরের চৌরাস্তার মোড়ে এ সমাবেশ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় এবং সন্ত্রাসী কর্মকান্ডের ভিডিও ধারণ করায় গাজিপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে সবাইকে শিগগিরই বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সকল সন্ত্রাসীদের পক্ষে যেন কোনো আইনজীবীও না দাঁড়ায়। এ ছাড়া সরকারকে তুহিনের পরিবারের দায়িত্ব নিতে হবে। একইসঙ্গে দেশের সাংবাদিকরা যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো হামলা-মামলার শিকার না হয়, সেজন্য সরকারকে সকল পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কারণ সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনায় নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহীন। এ সময় বক্তব্য রাখেন- আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, সংগ্রামের প্রতিনিধি মো. মাহাবুব আলম, মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টু,
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
পত্রিকার প্রতিনিধি হাসান হৃদয়, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ইউসুফ আহমেদ, সংবাদের প্রতিনিধি শাহিন কুতুব, প্রতিদিনের কাগজের প্রতিনিধি শাহিদুল তন্ময়সহ আরো অনেকে।
Leave a Reply