মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া কালেক্টরেট প্রাঙ্গণে চলছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫। চারীদিকে সবুজের সমারোহ, আর তারই মাঝে নজর কাড়ে ‘স্বপ্নবিলাস নার্সারি’। এই নার্সারির কর্ণধার এক উদ্যমী তরুণ,যার চোখে সবুজে পৃথিবী সাজানোর স্বপ্ন।
পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটি শখকে তিনি রূ
প দিয়েছেন সফল উদ্যোগে। তার স্টলে থরে থরে সাজানো ফলজ, বনজ, ঔষধি আর নানান প্রজাতির ফুলের চারা। তিনি বলেন, “আমি শুধু চারা বিক্রি করি না, আমি একটি সবুজ ভবিষ্যতের স্বপ্ন মানুষের হাতে তুলে দিই।
প্রতিটি গাছের যত্ন আর ক্রেতাদের আন্তরিক পরামর্শ দিয়ে তিনি জয় করছেন সবার মন। তার এই সবুজ স্বপ্ন ছুঁয়ে যাচ্ছে মেলায় আসা প্রতিটি বৃক্ষপ্রেমী মানুষকে।
আপনার ছাদ বা বারান্দা সাজাতে সেরা চারাটি পেতে আজই ঘুরে আসুন স্বপ্নবিলাস নার্সারিতে। আসুন,এই তরুণের মতো আমরাও একটি করে গাছ লাগাই,সবুজে বাঁচি,সবুজেই ভাসি।
Leave a Reply