মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ি এলাকায় অপহরণের শিকার যুবক মোঃ শিশিরকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর থানা পুলিশ নওয়াপাড়া চাষি ক্লাব এলাকার আবিরের বাড়ি থেকে তাকে উদ্ধার করে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ভেড়ামারা থেকে শিশিরকে অপহরণ করে এনে আবিরের বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মোঃ আবিরকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
এর আগে, ভুক্তভোগীর পরিবার শিশিরকে উদ্ধারের জন্য মিরপুর ও ভেড়ামারা থানায় একাধিকবার অভিযোগ করলেও, দুই থানার মধ্যে দায়িত্ব নিয়ে টালবাহানায় পড়তে হয় তাদের। বিষয়টি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply