মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের ওপর বর্বর নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর প্রেসক্লাব।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সাংবাদিক সৌরভের ওপর নির্যাতনের ঘটনাতেও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সময় টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি আবুল কাশেম ফজলুল হক, করতোয়া প্রতিনিধি শাহারিয়ার মাহবুব শহীদ হিরু, ডিবিসি প্রতিনিধি মোর্শেদুর রহমান, এসএ টিভির প্রতিনিধি খাদেমুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও দিনাজপুর টিসিএ’র চিত্র সাংবাদিকরা।
Leave a Reply