�
নিজস্ব প্রতিবেদক
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামে ঘটে গেছে এক লোমহর্ষক সন্ত্রাসী হামলার ঘটনা।
৩ আগস্ট ২০২৫, রবিবার দুপুর আনুমানিক ২টার দিকে পাতাকাটা গ্রামের বাসিন্দা রাহাত হাওলাদার যখন নিজ পৈতৃক জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় পূর্ব-পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী মিলন হাং, পাশা হাং, নাসির হাং ও রাজ্জাক হাং।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা রাহাতকে লক্ষ করে এলোপাতাড়ি রামদা দিয়ে কোপাতে থাকে। এতে তার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়। আহত রাহাতকে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উল্লেখ্য, ভুক্তভোগী রাহাতের এই জমিটি তার পূর্বপুরুষদের সম্পত্তি। দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী মিলন গংরা উক্ত জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। গতো পৌষ মাসে ঐ জমির ধান কেটে নিয়ে যায় মিলন বাহিনী, যা নিয়ে আমতলী থানায় একটি মামলা চলমান রয়েছে। উক্ত মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
এছাড়াও এলাকাবাসী অভিযোগ করেছে, মিলন হাং নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে পল্লী বিদ্যুতের লাইন দেয়ার নাম করে বহু নিরীহ গ্রামবাসীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত মিলন গংদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায়, এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।
বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করছে এলাকাবাসী।
Leave a Reply