মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক লোমহর্ষক ঘটনা ঘটেছে।
গত রাতে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ন্যক্কারজনক ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ,গতকাল রাতে তারা বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথ আটকায়। এরপর স্বামীকে মারধর করে বেঁধে ফেলে তার সামনেই স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
তবে এই ঘটনাকে ছাপিয়ে উঠেছে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র রহস্যজনক ভূমিকা। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করতে গেলে ওসি মামলা নিতে গড়িমসি করেন এবং ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।
তাদের দাবি,ওসি প্রভাবশালী আসামিদের আড়াল করার চেষ্টা করছেন। ওসির এই ভূমিকায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তার এবং দায়িত্বে অবহেলার জন্য ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। এ ঘটনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।
Leave a Reply