মোঃ সিফাত হোসেন
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আসন্ন সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন,কুষ্টিয়ার সাবেক ছাত্রনেতা ও সাবেক বিএনপি নেতা আবু বকর সিদ্দিক ।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় নৈতিকভাবে তিনি তা চাইতে পারেন বলে গণমাধ্যম কে জানিয়েছেন।
আবু বকর সিদ্দিক বলেন, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আসন্ন সম্মেলনে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন…
আমি ১৯৯৪ সালে কুষ্টিয়া খাতের আলি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ছিলাম,কুষ্টিয়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলাম, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক/দপ্তর সম্পাদক ছিলাম, ও দুই বার সাংগঠনিক সম্পাদক ছিলাম।
তিনি আরো বলেন,
কুষ্টিয়া জেলা বিএনপির রাজনীতিতে আমার ভুমিকা অপরিসীম। বিশেষ করে এক এগারোর সময় থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত দলকে সুসংগঠিত রাখার চেষ্টা করেছি।
৫ ই আগষ্ট জুলাই আন্দলোনে ঢাকার রাজ পথে আমার ভূমিকা ছিল সক্রিয়।
এছাড়াও রাজনৈতিক জীবনে ক্লিন ইমেজ রক্ষা করে আজ আমি এই পর্যন্ত এসেছি। ক্ষমতা ও পদ-পদবিতে থাকা অবস্থায়ও আমি কোন প্রকার দুর্নীতি ও অন্যায়ের সাথে আপোস করি নাই। তাই যৌক্তিকভাবে আমি এটা চাইতেই পারি বরং না চাওয়ার কোন কারণ নাই।
এদিকে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সম্মেলনের বিষয়ে খোজ নিয়ে জানা গেছে,বিএনপি নেতা আবু বকর সিদ্দিক সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণায় আসন্ন সম্মেলন ঘিরে নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছে।
Leave a Reply