মেহেদী হাসান হৃদয়।
জাতীয়তাবাদী আন্দোলনের এক অবিস্মরণীয় নাম—কাজী মঞ্জুর হোসেন।
একজন সংগ্রামী নেতা, যিনি ছাত্রজীবন থেকে রাজনীতির ময়দানে পা রেখে আদর্শ, ত্যাগ ও সাহসের নিরেট দৃষ্টান্ত হয়ে ওঠেন। আজ যখন রাজনীতি অনেকাংশেই সুবিধাবাদ ও আপসকামীদের দখলে, তখন কাজী মঞ্জুর হোসেনের জীবনের পৃষ্ঠা যেন এক জীবন্ত অনুপ্রেরণার দলিল।
ছাত্ররাজনীতি থেকে শুরু—
রাজনীতি ছিল তাঁর রক্তে, নেতৃত্ব ছিল সহজাত।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে তিনি চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক (১৯৮৯–১৯৯৩) এবং সিনিয়র সহ-সভাপতি (১৯৯৩–১৯৯৮) হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
পরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চরফ্যাশন উপজেলা শাখার সফল সভাপতি (২০০২–২০০৯) ও ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি (২০০২–২০০৯) হিসেবে নেতৃত্ব দেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বিএনপির রাজনীতি চরফ্যাশনে শক্ত ভিত পায়।
রাজনীতির পাশাপাশি স্থানীয় সরকারেও রেখে গেছেন সাহসী ও উন্নয়নমুখী পদচিহ্ন।
তিনি দুই মেয়াদে (২০০৩–২০১১) ০৪নং জিন্নাগড় ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি।
কাজী মঞ্জুর হোসেনের রাজনৈতিক জীবনে ত্যাগ ও নিপীড়নের সংখ্যাই বেশি।
২৭টি রাজনৈতিক মামলা বারবার কারাবরণ, রিমান্ড, নির্যাতন,
একবার জেল থেকে মুক্তি পাওয়ার পরই জেলগেটেই RAB-এর ‘ক্রসফায়ার’ প্রস্তুতি, যা থেকে তিনি সুকৌশলে বরিশালে পার হন—এ যেন সিনেমাকেও হার মানায়!
ব্যক্তিগত কোটি কোটি টাকার সম্পদ দখল করে নেয় গেছে সরকারের ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ একটি চক্র
একজন সরকারি সচিবের সঙ্গে থাকা একটি ছবিকে কেন্দ্র করে তাঁর রাজনৈতিক চরিত্র হননের চেষ্টা করা হয়,
সকল ষড়যন্ত্র, নির্যাতন ও অপপ্রচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন তিনি।
পলায়ন নয়, প্রতিরোধে বিশ্বাসী এই নেতা কখনো আপস করেননি, কখনো আদর্শ বিক্রি করেননি।
তিনি বারবার প্রমাণ করেছেন—
ত্যাগের শেষ নেই, কিন্তু ত্যাগ বৃথা যায় না।
একজন কাজী মঞ্জুর হোসেনকে ধ্বংস করা যায়, কিন্তু তাঁর মতো সাহসী নেতৃত্বকে দমন করা যায় না।
একদিন ইতিহাস মুখ খুলবে, তখন ভুলে যাবে বহু নাম,
কিন্তু কাজী মঞ্জুর হোসেন—এই নামটি অমর হয়ে থাকবে দ্বীপ জেলা ভোলা চরফ্যাশন উপজেলায়।
উক্ত বিষয়ে আমাদের পত্রিকাটির সাহসী সম্পাদক চৌধুরী বলেন কাজী মঞ্জুর হোসেনের সাথে রাজনৈতিক মামলায় জেল খাটার অভিজ্ঞতা আমারও রয়েছে। কাজী মনজুরুল ছিলেন চরফ্যাশন উপজেলার নির্ভরতা, সাহস আর নেতৃত্বের প্রতীক।
Leave a Reply