মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকাস)। মঙ্গলবার সকালে বোচাগঞ্জ উপজেলা রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয় শতাধিক কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক। তারা হাতে নানা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দাঁড়ায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচি এলাকা। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল— “বৈষম্যের ঠাঁই নাই”, “প্রাথমিক ভিত্তি পরীক্ষায় কেন বৈষম্য?”, “শিক্ষা উপদেষ্টা জবাব চাই”, “শিশু অধিকার আইনের বাস্তবায়ন চাই”।
আয়োজকরা বলেন, সরকার পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এখনো কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নেই। ফলে শিক্ষা ক্ষেত্রে স্পষ্ট বৈষম্য তৈরি হচ্ছে। তারা দ্রুত এই নীতিগত বৈষম্য দূর করে সকল শিক্ষার্থীর সমঅধিকারের নিশ্চয়তার দাবি জানান।
অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা বলেন, “দেশের শিক্ষাব্যবস্থা যেন ন্যায় ও সমতার ভিত্তিতে গড়ে ওঠে—এটাই আমাদের মূল আহ্বান।”
Leave a Reply