ফেনী প্রতিনিধি:
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ২০২৫ সালের ২৪ জুলাই, বৃহস্পতিবার জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শুভপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা কমিটি (এডহক গভর্নিং বডি) গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের খ্যাতনামা আইনজীবী ও মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট আশরাফুল আলম চৌধুরী হায়দার। তিনি ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর চৌধুরী পরিবারের কৃতি সন্তান। শিক্ষা ও সমাজসেবায় তার অবদান দীর্ঘদিনের। বর্তমানে তিনি নবাব শমসের গাজী হাফেজিয়া মাদ্রাসার মোতাওয়াল্লি ও পৃষ্ঠপোষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এডহক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ (সদস্য সচিব), অভিভাবক সদস্য মোহাম্মদ মনিরুল আলম এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আজিজুল হক। তাদের মনোনয়ন মাদ্রাসা বোর্ড কর্তৃক চূড়ান্ত করা হয়েছে।
এক প্রতিক্রিয়ায় সভাপতি অ্যাডভোকেট হায়দার বলেন,
“আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করায় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শুভপুরবাসীর প্রতি কৃতজ্ঞ। আমি আশা করি, সবার সহযোগিতা ও দোয়ার মাধ্যমে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যেতে পারবো।”
নবগঠিত এডহক কমিটির এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করেছেন। মাদ্রাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বাস্তবায়নে কমিটির কার্যকর ভূমিকা থাকবে বলে প্রত্যাশা করছেন সবাই।
(বিস্তারিত আগামী সংখ্যায়)
Leave a Reply