চরফ্যাশনে মিথ্যা মামলায় জামিন পেলেন সাংবাদিক বাহাদুর চৌধুরী ও তাহার স্ত্রীসহ একজন
ইয়াসমিন বেগম:
ভোলা জেলার চরফ্যাশন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মিথ্যা মামলায় জামিন পেয়েছেন দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ–এর সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বাহাদুর চৌধুরী। জামিন শুনানিতে সাংবাদিক চৌধুরীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক মাতব্বর।
ঘটনার সূত্রপাত শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একাধিকবার প্রতারণার অভিযোগে অভিযুক্ত হেনা ওরফে খাদিজা, তার স্বামী বাদাইমা নুরুল ইসলাম ও কবির চৌধুরী কর্তৃক দায়ের করা একটি মিথ্যা মামলার মাধ্যমে। মামলাটি ছিল সি.আর ২১৩/২৫ নম্বরের। অভিযোগকারীরা আদালতে মুখোশ পরে উপস্থিত হলেও সাংবাদিকদের নজর এড়িয়ে যেতে পারেননি হেনা। একপর্যায়ে বিচারকের সামনে কান্নাকাটি করে দাবি করেন, সাংবাদিক চৌধুরী নাকি তাকে আদালতের বারান্দায় হেনস্থা ও ধাওয়া করেছেন।
বিচারক তখন সম্পাদক বাহাদুর চৌধুরীকে এজলাসে ডেকে নিয়ে কোনো ধরনের আদালত অবমাননা না করার নির্দেশ দেন।
এ সময় সাংবাদিক বাহাদুর চৌধুরী আদালতের কাছে বলেন, হেনা ও তার স্বামী ভাদাইমা নুরুল ইসলামকে মানবিক কারণে তার মরহুম পিতা—বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সাবেক সদস্য আব্দুল বাসেত চৌধুরী এবং মাতা হালিমা চৌধুরী জীবিত থাকা অবস্থায় ছোট একটি ছাপড়া ঘরে থাকতে দেন। হেনা, তার ছেলে তুহিন ও মেয়ে এলানা ঐ ঘরেই বসবাস করতেন।
কিন্তু তার বাবা-মায়ের মৃত্যুর পর, কবির চৌধুরীর ইন্ধনে আমার অনুপস্থিতে উক্ত ভাদাইমা পরিবার জোরপূর্বক তার বাড়িতে ঘর নির্মাণ করে। এ নিয়ে বাধা দিলে তাদের পক্ষ থেকে পরিকল্পিতভাবে মাত্র ৫০০ টাকার একটি মহরী দিয়ে সাজানো হয়রানিমূলক মামলা দায়ের করা হয়।
সাংবাদিক বাহাদুর চৌধুরী আরও জানান, এই মামলা সম্পূর্ণভাবে ন্যায়বিচারের পরিপন্থী এবং তার পেশাগত ও পারিবারিক মান-সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা মাত্র।
Leave a Reply