স্টাফ রিপোর্টারঃ- মোঃ নাহিম
দৈনিক দক্ষিণের আপরাধ সংবাদ
উত্তরায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া এসব পরীক্ষা একই দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্থগিত হওয়া পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এগুলো একই দিনে নেওয়া হবে, এবং যথাসময়ে নতুন সময়সূচি জানানো হবে।”
তিনি আরও জানান, দুর্ঘটনাজনিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে শিক্ষাবোর্ডের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply