স্টাফ রিপোর্ট:- মোঃ নাহিম
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হতাহতের ঘটনার প্রতিবাদে সিলেটে বিক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি, শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার বিকেলে তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। বিক্ষোভকারীরা নিহত ও আহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশ এবং ঘটনার দায় নিরূপণেরও দাবি জানান।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে:
1. শিক্ষা উপদেষ্টার পদত্যাগ,
2. বিমান দুর্ঘটনার স্বচ্ছ তদন্ত,
3. হতাহতদের সঠিক তথ্য প্রকাশ,
4. ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ,
5. শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার, এবং
6. ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।
বিক্ষোভ চলাকালে বক্তারা জানান, দাবিগুলো পূরণ না হলে আগামীকাল বুধবার (২৩ জুলাই) সিলেটজুড়ে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করা হবে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a Reply