কুষ্টিয়া প্রতিনিধি।
আমি, মুন্সিগঞ্জ আশ্রয়ন বিওপির নায়েক সুবেদার, সম্প্রতি ২১ জুলাই ২০২৫ তারিখে দৈনিক সময়ের কাগজ ও দৈনিক দেশ তথ্য পত্রিকায় প্রকাশিত “বিজিবি’র হাতে ইউপি সদস্য গ্রেফতার” শিরোনামের সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদে উল্লেখ করা হয়েছে যে, দৌলতপুর উপজেলার কৃষ্ণপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম-কে বিজিবি টহল টিম ১২ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ডেকে নিয়ে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার করেছে—এই তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিজিবি কখনও কোনো ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ডেকে এনে গ্রেফতার করে না, বরং প্রতিষ্ঠানের নিয়ম ও আইন মেনেই দায়িত্ব পালন করে। সংবাদে যেভাবে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, তাতে বিজিবি’র সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
আমি উক্ত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট পত্রিকা দুটির কাছে অনুরোধ করছি—সত্যতা যাচাই না করে এ ধরনের মনগড়া প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকুন এবং প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের জন্য সংশোধনী ও দুঃখপ্রকাশ প্রকাশ করুন।
নিবেদক
নায়েক সুবেদার
মুন্সিগঞ্জ আশ্রয়ন বিওপি
বিজিবি
Leave a Reply