হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যক্তি মালিকানা জমির ওপর মন্দিরের সাইনবোর্ড টাঙ্গিয়ে কাজ না করে (কাবিখা) প্রকল্পের ৪ মেট্রিক টন চাউল আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ওয়ার্ডের কোমরপুর গ্রামের মৃত আব্দুল বারী মোল্লার ছেলে শাহাজান কবির বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন।
লিখিত অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেছেন, উপজেলা সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার সুভাষ চন্দ্র দেবনাথকে চলতি অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের আওতাধীন সাগরদাঁড়ি সার্বজনীন মিলন মন্দিরের মাঠ মাটি দ্বারা ভরাট করার জন্য ৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। যার দৈর্ঘ্য ৩৬ মিটার ও প্রস্থ ১৫ মিটার। তিনি সাগরদাঁড়ি গ্রামের মিলন দাস ও বিশ্বজিৎ দাসের জমির ওপর সাগরদাঁড়ি সার্বজনীন মিলন মন্দিরের সাইনবোর্ড টাঙিয়ে অস্তিত্বহীন ওই মন্দিরের মাঠে নাম মাত্র মাটি দিয়ে ৪মেট্রিক টন চাউল উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য গত ৮ই জুলাই এলাকাবাসীর পক্ষে শাহজাহান কবির বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।
এ ব্যাপারে ইউপি সদস্য সভাষ কুমার দেবনাথ বলেন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকার্তা তদন্তে এসে ওই জায়গায় আরো মাটি দেওয়ার কথা বলেছেন। বৃষ্টির কারেনে ওই স্থানে মাটি ভরাট করা যাচ্ছে না। বৃষ্টি বন্ধ হলে মাটি ভরাট করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply