মোঃ বিজয় চৌধুরী
বাংলাদেশ বিমান বাহিনী কাবাডি দল আন্তঃবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০২৫-এ অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী কাবাডি দলের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ১৭ জুলাই ২০২৫, নৌবাহিনী ঘাঁটি বানৌজা ঢাকার মাঠে। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুই দলের শক্ত প্রতিদ্বন্দ্বিতায় খেলা সমতায় শেষ হলে যৌথভাবে দুই বাহিনীকে বিজয়ী ঘোষণা করা হয়।
এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর কাবাডি দলের এলএসি দীপায়ন ব্যক্তিগত নৈপুণ্যের জন্য “সেরা খেলোয়াড়” হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
প্রতিযোগিতাটি ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কাবাডি দলগুলো অংশগ্রহণ করে।
Leave a Reply