পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১৪ জুলাই) রাতে পৌর শহরের লাগোয়া টিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদুরতলী গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ঘরে ঢোকে ডাকাতদল। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের একটি কক্ষে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে জিম্মি করে। পরে আলমারি ও সুকেসের চাবি নিয়ে ১৩ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকা লুট করে তারা।
এ সময় বাড়ির কর্তার যুক্তরাষ্ট্রপ্রবাসী স্ত্রীকে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে ডাকাত দলের সদস্যরা।
ভুক্তভোগী নারী সদ্য বিবাহিত বলে জানা গেছে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন জাহিদ, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
ওসি জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন শাকিল ও রাসেল নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply