ভোলা প্রতিনিধি :-
ভোলার লালমোহন উপজেলার বিচ্ছিন্ন চর কচুয়ায় সন্ত্রাসী আনিসুল হক গাজীর লাগাতার তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে চরের সাধারণ কৃষক ও প্রকৃত ভূমির মালিকরা।
অভিযোগ উঠেছে, আনিসুল হক গাজীর বিরুদ্ধে কেউ মুখ খুললেই তিনি মেরে ফেলার হুমকি দেন। শুধু হুমকি দিয়েই থেমে থাকেন না—প্রতিবাদ করলেই নিজ হাতে পিটিয়ে গুরুতর আহত করেন চরের নিরীহ মানুষদের।
চরের বহু জমি অবৈধভাবে দখল করে একচ্ছত্র আধিপত্য চালাচ্ছেন তিনি। ভূমির প্রকৃত মালিকেরা তাদের নিজস্ব জমিতে কাজ করতেও ভয় পাচ্ছেন, কারণ একটাই—আনিসুল হকের সন্ত্রাসী বাহিনী।
চরের মানুষ এখন প্রশাসনের আশায় দিন গুনছে—এই ভূমিদস্যুর হাত থেকে মুক্তি চাই সবার।
আমরা চাই কঠোর ব্যবস্থা, সুষ্ঠু তদন্ত ও ভূমি দখলমুক্ত চর!
ভোলা লালমোহন চর_কচুয়া ভূমিদস্যু সন্ত্রাসী_আনিসুল ন্যায়বিচার_চাই
Leave a Reply