মোঃ তুহিন দেওয়ান তজুমউদ্দিন উপজেলা।
তজুমদ্দিনে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ছাএদলের সাদারন সম্পাদক সাব্বির তালুকদার এর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ। ঘটনা সুএে যানা যায় ধর্ষনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তজুমউদ্দিন উপজেলা হাসপাতালের সামনে আসলে নজুরুল ইসলাম ভুট্টু ও তুহিন হোসেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি কর্মী পরিচয় দিয়ে কাপুরুষের মতো সন্ত্রাসী হিসেবে প্রতিবাদী সাব্বির তালুকদারের উপর হামলা করে ধারালো অস্ত্রধারা এতে মাথা ফেটে যায় সাব্বির তালুকদারের। সারা বাংলাদেশে যখন ছাএ আনদোলনের ডাক আসে শেখ হাসিনার পতনের জন্য।
তখন ঢাকার রাজপথে ছুটে যান তজুমউদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের সন্তান
সাব্বির তালুকদার।
তজুমউদ্দিন উপজেলার সকল জনগন মনে করেন এই হামলা শুধু একজন মানুষের ওপর নয় সত্য ও প্রতিবাদী কণ্ঠস্বরের ওপর হামলা। সাব্বির তালুকদার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তাই তাকে রক্তাক্ত করে ভয় দেখাতে চেয়েছে ধর্ষণের সাথে জড়িত অপশক্তিরা। কিন্তু মনে রাখতে হবে রক্তে লেখা প্রতিবাদ কখনো থামে না।
এদিকে তজুমউদ্দিন উপজেলার নারী সমাজ জোর দাবি করে বলেন সন্ত্রাসীরা কীভাবে এত সাহস পায় সাব্বির তালুকদার উপর হামলা করার। তজুমউদ্দিন উপজেলার জনগণের মুখে এখন শুনতে পাওয়া যায় আর চুপ করে থাকবো না জনগন।
হামলার সঙ্গে জড়িতদের আইনের মাধ্যমে এনে জনতার সামনে তুলে ধরার।
তজুমউদ্দিন উপজেলার
জনগণের ধৈর্য এখন শেষ প্রান্তে। আজ সাব্বির, কাল হয়তো নারী নির্যাতনের বিচারের দাবিতে সংবাদ কর্মী তথ্য খুজতে গেলে হামলার শিকার হতে পারেন।
সাব্বির তালুকদার বলেন মা বোন সবার গড়ে আছে।
তাই এখনই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে এক সাথে দাঁড়ানো এটাই সময়।
Leave a Reply