হাফিজুর রহমান (যশোর)প্রতিনিধি
যশোর জেলার কেশবপুর উপজেলার বগা শাহ্ কারারিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে রয়েছেন ১১ নং হাসানপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সভাপতি মোঃ আলমগীর হোসেন।
নতুন কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত/ অধ্যক্ষ, মোঃ কামরুজ্জামান । সাধারণ শিক্ষা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন প্রভাষক আবু হাসান। এ ছাড়াও অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীরা।
নতুন কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং মাদ্রাসার শিক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবগঠিত এ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply