হাফিজুর রহমান(নিজস্ব)প্রতিনিধি
লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। বৈঠকে উভয়পক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারিতে আয়োজনে সম্মত হয়েছেন।
শুক্রবার (১৩ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে হোটেলে পৌঁছান তারেক রহমান। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এরপরই দুই নেতার বৈঠক শুরু হয়।
বিএনপি মহাসচিব বলেন, এই বৈঠকে পর একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে- দুই নেতার বৈঠকটি অত্যন্ত সৌহার্দপূর্ণ হয়েছে।
তিনি বলেন, বৈঠকের আলোচনা বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু। সেখানে তারেক রহমানের প্রস্তাব ছিল, আগামী এপ্রিলে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছিল, সেটা উপযুক্ত সময় নয় বিধায় এগিয়ে নিয়ে আসা। সেখানে জাতি অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন। তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন।
বিএনপি মহাসচিব বলেন, এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্র চর্চার বিষয়। একে অপরকে গালাগালি না করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে।
ড. ইউনূস-তারেক রহমান বৈঠক
ঘটনাপ্রবাহ: ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক
১৩ জুন ২০২৫, ০৭:০১ পিএম
ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে
১৩ জুন ২০২৫, ০৬:৫১ পিএম
লন্ডন বৈঠকে ‘সন্তুষ্ট’ উভয়পক্ষ
১৩ জুন ২০২৫, ০৬:২৫ পিএম
বৈঠক শেষে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আমির খসরু
১৩ জুন ২০২৫, ০৫:৪৯ পিএম
ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, দেখুন ছবিতে
১৩ জুন ২০২৫, ০৫:৩৩ পিএম
ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে অনিশ্চয়তা কেটে গেছে
Leave a Reply