1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় গুজবের বাঘটি অবশেষে সড়কে মারা গেল

  • আপডেটের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৬ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

শুক্রবার সন্ধ্যায় পরিবার পরিজন নিয়ে ঘুরে বাসায় ফিরেই সংবাদকর্মীদের একটি গ্রুপের মাধ্যমে জানতে পারলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় একটি বাঘ দেখা গেছে।
মাঠের মধ্যে গ্রামবাসী ঘিরে রেখেছে মানুষখেকো প্রাণীটি, খবরের খোঁজে ওই এলাকার সংবাদকর্মী ও পরিচিতদের ফোন দিয়ে জানতে পারলাম বাঘ একটা দেখা গেছে, তবে বাঘডাশাও হতে পারে।
তাও হোক, কিছু তো ঘটেছে, দিনভর চিন্তায় ছিলাম, কখন যেন খবর আসে প্রাণীটিকে এলাকাবাসী পিটিয়ে মেরেছে। দিনের মধ্যে ওই এলাকার যতজনকে পেলাম, চেষ্টা করলাম খবর নিতে।
আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে খবর আসল, বাঘটি কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেল। মনটা খারাপ হয়ে গেল। বন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর খুব রাগ হলো। গ্রামবাসী যখন দেখেছে বাঘ, বাঘডাশা হলেও তো রক্ষা করা উচিত ছিল।
আবার শুরু করলাম নিউজের খোঁজ। ইতোমধ্যেই বাজারে ভিডিও চলে এসেছে। হ্যাঁ ঘটনা বিত্তিপাড়াতে ঘটেছে। লোকেশনও মিলে গেল। আহা বাঘটা মারা গেল, গুজব নয়। আমি হাইওয়ে থানার ওসিকে ফোন দিলাম, উনি কিছুই জানে না। মেজাজটা বিগড়ে গেল। কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না।
এরই মধ্যে এক ছোটভাই ফোন করে জানালো আজ বিত্তিপাড়ায় এমন কোনো ঘটনা ঘটেনি। এটা দুই বছর আগের ভিডিও। এভাবে গুজবের বাঘটি আজ রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়কে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মারা গেছে এটাই সঠিক নিউজ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com