বাহাদুর চৌধুরী।
বরিশাল বিভাগের -ভোলায় বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি বিজেপি কর্তৃক পৌর ৪ ও ৫ ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৩মে শুক্রবার বিকেলে ভোলা সদর ৩১নং চরনোয়াবার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতিতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয় বিজেপি শ্রমিক পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব জামাল উদ্দিন (চকেট) প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জামাল উদ্দিন (চকেট) বলেন, ভোলায় সৌডিয়াম লাইট থেকে শুরু করে অন্ধকার দ্বীপ ভোলাকে আলোয় আলোকিত করেছেন ভোলা জেলার রূপকার মরহুম নাজির রহমান মঞ্জু যা ভোলা বাসি কখনো ভুলবে না। ভোলা বাঁশি কে নদী ও সাগরের পানি থেকে রক্ষা করতে বেরিবাদ নির্মাণ করেছেন, কৃষকের ফসল উৎপাদন করতে নিজের উদ্যোগে শত শত খাল খনন করেছেন, আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা ইসলামিক শিক্ষায় মানুষ হওয়ার জন্য হাজার হাজার ইফতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন,শত শত মসজিদ মাদ্রাসা মন্দির প্রতিষ্ঠা করেছেন, আজ ভোলা জেলার সকল বেরির পাশে যে সমস্ত অসহায় দরিদ্র মানুষগুলি ঘর উত্তোলন করে রয়েছেন এটি মরহুম নাজিউর রহমান মঞ্জুরী অবদান,
তিনি আরো বলেন বগুড়া,নোয়াখালী চট্টগ্রাম জেলা যেমন বিএনপি’র ঘাঁটি ঠিক তেমনি দ্বীপ জেলা ভোলা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের ঘাঁটি হিসেবে দেখতে চাই। উক্ত অনুষ্ঠানের আর উপস্থিত ছিলেন, বাদল রাজা, জেলা যুগ্ন আহ্বায়ক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, বিকাশ মণ্ডল সহকারী যুগ্ন আহ্বায়ক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, মো.মনসুর আলম, মো.আখতার হোসেন, হনুফা বেগম, মো. সিদ্দিক, মো. শাজাহান, প্রমুখ।এবং বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।
Leave a Reply