1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ :
সংবাদ শিরোনাম:

খুলনায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

  • আপডেটের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬২ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু ও নওয়াবেকি বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে দুর্নীতি ও দখলবাজির অভিযোগে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রিয়াজ উদ্দিনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরোচিফ ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রা-এর অনুসন্ধানী প্রতিবেদক রিয়াজ উদ্দিন এ বিষয়ে ২৩ মে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৬৪৩) করেছেন।

সাংবাদিক রিয়াজ উদ্দিন অভিযোগ করেন, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু ও তার সহযোগীরা হোয়াটসঅ্যাপে কল করে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

রিয়াজ উদ্দিন আরও বলেন, চেয়ারম্যান বাবু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও তাঁর পিতা ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। এ সুযোগে তিনি দুই দফায় চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি হতদরিদ্রদের ভাতা, আশ্রায়ণ প্রকল্প, খনন কাজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও দখলবাজির অভিযোগে একাধিকবার সংবাদমাধ্যমে আলোচনায় আসেন। ২০২৩ সালের শেষ দিকে বিভিন্ন সরকারি দপ্তরের প্রকল্প গায়েব করে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

চেয়ারম্যান আবু সালেহ বাবুর বক্তব্য নিতে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, অভিযোগের প্রেক্ষিতে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com