1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিদায়ী ছাত্রের চোখে একজন আলোকবর্তিকা: মুহাম্মদ হেলাল উদ্দিন স্যারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ভোলা তজুমউদ্দিন ২ নং সোনাপুর ইউনিয়নের রাজকৃষ্ণ সেন ৮ নং ওয়ার্ডের বাসিন্দা পাঁচবাড়ি মোস্তাফিজ মিয়ার বিরুদ্ধে। সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার। ঘোড়াঘাটে উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক হওয়ার সুযোগ! দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ-এর সঙ্গে যুক্ত হন বিনামূল্যে আলেম-ওলামা বিরোধী বক্তব্য ও অশালীন কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে সাবেক এমপি মমতাজ ডিবি হেফাজতে শেখ সাদী কেন কুষ্টিয়া-৪ আসনের সবচেয়ে যোগ্য প্রার্থী- কুষ্টিয়া পদ্মায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,দেড় লক্ষ টাকার কারেন্ট জাল ধ্বংস। ধর্মপুর ফরেস্ট বিটে দেখা মিলল বাংলাদেশের মহা বিপন্নপ্রায় উদ্ভিদ বন খেজুর গাছ বোচাগঞ্জে ভুট্টার বাম্পার ফলন, খুশি কৃষকেরা আবহাওয়া অনুকূলে, সরকারি সহায়তায় বেড়েছে উৎপাদন ।
সংবাদ শিরোনাম:
বিদায়ী ছাত্রের চোখে একজন আলোকবর্তিকা: মুহাম্মদ হেলাল উদ্দিন স্যারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ভোলা তজুমউদ্দিন ২ নং সোনাপুর ইউনিয়নের রাজকৃষ্ণ সেন ৮ নং ওয়ার্ডের বাসিন্দা পাঁচবাড়ি মোস্তাফিজ মিয়ার বিরুদ্ধে। সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার। ঘোড়াঘাটে উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক হওয়ার সুযোগ! দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ-এর সঙ্গে যুক্ত হন বিনামূল্যে আলেম-ওলামা বিরোধী বক্তব্য ও অশালীন কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে সাবেক এমপি মমতাজ ডিবি হেফাজতে শেখ সাদী কেন কুষ্টিয়া-৪ আসনের সবচেয়ে যোগ্য প্রার্থী- কুষ্টিয়া পদ্মায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,দেড় লক্ষ টাকার কারেন্ট জাল ধ্বংস। ধর্মপুর ফরেস্ট বিটে দেখা মিলল বাংলাদেশের মহা বিপন্নপ্রায় উদ্ভিদ বন খেজুর গাছ বোচাগঞ্জে ভুট্টার বাম্পার ফলন, খুশি কৃষকেরা আবহাওয়া অনুকূলে, সরকারি সহায়তায় বেড়েছে উৎপাদন ।

বিদায়ী ছাত্রের চোখে একজন আলোকবর্তিকা: মুহাম্মদ হেলাল উদ্দিন স্যারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা

  • আপডেটের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১১ বার ভিউ

মোঃ বিজয় চৌধুরী, নিজস্ব প্রতিবেদক

প্রত্যেক শিক্ষার্থীর জীবনে এমন একজন শিক্ষক থাকেন যিনি কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান দেন না, বরং তার ভেতরের মানুষটিকে জাগিয়ে তোলেন, আত্মবিশ্বাস গড়ে দেন এবং জীবনের পথে হাঁটার সঠিক দিশা দেখান। আমার জন্য সেই শিক্ষক ছিলেন মুহাম্মদ হেলাল উদ্দিন স্যার।

অধক্ষ নজরুল ইসলাম ডিগ্রি মহাবিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। যদিও তিনি পদমর্যাদায় গণিতের প্রভাষক, তবুও তিনি গণিত ছাড়াও জীববিজ্ঞান, রসায়ন এবং পদার্থবিজ্ঞান বিষয়ে অসাধারণ দক্ষতা ও নিষ্ঠার সাথে পাঠদান করে থাকেন। এমন বহুমুখী জ্ঞান ও অভিজ্ঞতার অধিকারী শিক্ষক খুব কমই দেখা যায়। প্রতিটি বিষয় তিনি এমনভাবে শেখাতেন, যেন তা আমাদের মস্তিষ্কে নয়—হৃদয়ে গেঁথে যেত।

বিদ্যালয়জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে আজ যখন পেছনে তাকাই, তখন স্যারের হাস্যোজ্জ্বল মুখ, ক্লাসে জটিল সমস্যার সহজ সমাধান, আর তাঁর সেই চিরচেনা বাক্য—”মনোযোগ দাও, তুমি পারবে”—সবকিছু যেন এখনো কানে বাজে। স্যার ছিলেন কঠোর, কিন্তু সে কঠোরতার ভিতরে ছিল ভালোবাসার গভীরতা। কোনো ভুল করলে ধমক দিতেন, কিন্তু পরে পাশে বসিয়ে বুঝিয়ে দিতেন, যেন ভুলটা আবার না হয়।

প্রতিটি পরীক্ষার আগে স্যারের উৎসাহব্যঞ্জক বক্তব্য আমাদের মাঝে সাহস জুগিয়েছে। জীবনের প্রতিটি বাঁকে স্যারের দেওয়া উপদেশ এবং শিক্ষার মূল্য আজ বুঝতে পারছি। তিনি আমাদের শুধু ছাত্র বানাননি, তৈরি করেছেন মানুষ হিসেবে গড়ে ওঠার ভিত।

আমার বিশ্বাস, মুহাম্মদ হেলাল উদ্দিন স্যারের মতো শিক্ষক পাওয়া ভাগ্যের ব্যাপার। তিনি ছিলেন আমাদের ব্যাচের অনুপ্রেরণা, ছায়াসঙ্গী এবং সবচেয়ে বড় সহায়ক শক্তি। অনেক সময় আমরা বুঝে উঠতে পারিনি স্যারের অবদানের প্রকৃত মূল্য, কিন্তু আজ এই বিদায়ের মুহূর্তে হৃদয়ের গভীরে তা উপলব্ধি করছি।

স্যার, আমরা যারা আপনার ছাত্র ছিলাম, তারা সবাই আজ গর্বিত। আপনি আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য অধ্যায়, যাকে কোনোদিন ভোলা সম্ভব নয়। আমি আজ যখন স্কুল জীবনকে বিদায় জানাচ্ছি, তখন এই লেখার মাধ্যমে আপনাকে জানাতে চাই—আপনি আমাদের শ্রদ্ধার আসনে চিরকাল অম্লান থাকবেন।

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শান্তিময় জীবন কামনা করছি। আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন আমাদের হৃদয়ে।

শিক্ষক কখনো শুধুই শিক্ষক নন—তিনি একজন জাতি নির্মাতা, ভবিষ্যতের ভিত্তি নির্মাণকারী। মুহাম্মদ হেলাল উদ্দিন স্যার তার উজ্জ্বল প্রমাণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com