মো. নাছির উদ্দীন
দীঘিনালা, খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালায় চোরাচালানকালে বিপুল পরিমানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।
শনিবার (২৪ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজারে পুলিশের অভিযানে এসকল সিগারেট জব্দ করা হয়। সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) উপজেলার ০১ নং মেরুং ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের সোবাহানপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রাতে নিয়মিত টহলের সময় ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা দুটি মাহিন্দ্রা গাড়ি সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে দশটি প্লাস্টিকের বস্তায় রাখা ১৪ হাজার প্যাকেট ‘ORIS’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট পাওয়া যায়। পরে চোরাচালানে ব্যবহৃত গাড়িগুলো রেজিস্ট্রেশনবিহীন হওয়ায় জব্দ করা হয়।
এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘আটক হওয়া দুজন সিগারেট পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ ঘটনায় মামলা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’ তিনি আরও বলেন, ‘এটা পরিকল্পিত চোরাচালানের অংশ কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।’
Leave a Reply