1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
নোটিশ :
পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর বিষপান করে আত্মহত্যার চেষ্টা শশুর বাড়িতে বেড়াতে গিয়ে পদ্মা নদীতে ডুবে যুবকের মিত্যু,, কুষ্টিয়া কুমারখালী ও ইবি থানা এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া,আতঙ্কে এলাকাবাসী। তারুণ্যের সমাবেশে কেশবপুর উপজেলা,পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের অংশগ্রহণ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বজ্রপাতে ইমন মোল্লা(১৪)নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু। কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়নে মহিলা দলেল কর্মি সভা অনুষ্ঠিত কালের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রামীণ নাপিত পেশা । খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার আলহাজ্জ আবুল হোসেন আজাদ:এক মানবিক নেতার প্রতিচ্ছবি। তজুমদ্দিন থেকে পাচারের সময়  নিষিদ্ধ বাগদা চিংড়িসহ ৫ জন লালমোহনে আটক।
সংবাদ শিরোনাম:
পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর বিষপান করে আত্মহত্যার চেষ্টা শশুর বাড়িতে বেড়াতে গিয়ে পদ্মা নদীতে ডুবে যুবকের মিত্যু,, কুষ্টিয়া কুমারখালী ও ইবি থানা এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া,আতঙ্কে এলাকাবাসী। তারুণ্যের সমাবেশে কেশবপুর উপজেলা,পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের অংশগ্রহণ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বজ্রপাতে ইমন মোল্লা(১৪)নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু। কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়নে মহিলা দলেল কর্মি সভা অনুষ্ঠিত কালের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রামীণ নাপিত পেশা । খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার আলহাজ্জ আবুল হোসেন আজাদ:এক মানবিক নেতার প্রতিচ্ছবি। তজুমদ্দিন থেকে পাচারের সময়  নিষিদ্ধ বাগদা চিংড়িসহ ৫ জন লালমোহনে আটক।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর বিষপান করে আত্মহত্যার চেষ্টা

  • আপডেটের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৭ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া সদর উপজেলায় হৃদয়বিদারক ঘটনা
কুষ্টিয়া, ১৭ মে: পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে কুষ্টিয়ার সদর উপজেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মেছোপাড়া গ্রামে শনিবার দুপুর আড়াইটার দিকে মাহবুব আলম টুটুল (৩২) নামে এক যুবক তাঁর স্ত্রী রত্না খাতুন (২৫)-কে ছুরিকাঘাতে হত্যা করার পর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রত্না খাতুন ও মাহবুব আলম টুটুলের প্রায় ৯ বছর আগে বিয়ে হয়। তাঁদের সংসারে রয়েছে সাত বছর বয়সী একটি ছেলে। পেশায় ভ্রাম্যমাণ মশারি বিক্রেতা টুটুলের আয়ে পরিবার চালাতে হিমশিম খেতে হতো। অভাব-অনটনের মধ্যেই বছরখানেক আগে স্বামীকে ছেড়ে রত্না দ্বিতীয়বার বিয়ে করেন। কিন্তু সেখানে সম্পর্ক টিকেনি। এক মাসের মাথায় সেই বিয়েও ভেঙে যায়। এরপর মাত্র এক সপ্তাহ আগে তিনি আবারও ফিরে আসেন প্রথম স্বামী টুটুলের ঘরে এবং তাঁকে পুনরায় বিয়ে করেন।

নিহতের বড় বোন মরিয়ম খাতুন বলেন, “গত রোববার ওরা আবার বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকেই টুটুল সন্দেহ করত, রত্নার দ্বিতীয় স্বামীর সঙ্গে এখনো যোগাযোগ আছে। এ নিয়েই প্রতিদিন ঝগড়া হতো।

আজ দুপুরেও তাঁদের মধ্যে তর্কবিতর্ক হয়। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে টুটুল ধারালো ছুরি দিয়ে রত্নাকে বুকে ও পেটে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। আশপাশের লোকজন দ্রুত রত্নাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, হত্যার পরপরই টুটুল নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, “রত্নার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও ফুসফুসে আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com