বিজয় চৌধুরী, ঢাকা
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর (এএসসি) ও আর্মি মেডিকেল কোর (এএমসি) রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ আজ (১৫ অক্টোবর) যথাক্রমে জাহানাবাদ সেনানিবাসস্থ আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএসসিসিএন্ডএস) এবং শহীদ সালাহউদ্দিন সেনানিবাসস্থ আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএমসিসিএন্ডএস)-এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান দু’টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মেজর জেনারেল জে. এম. ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল — জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; এবং মেজর জেনারেল মোঃ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি — জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া। তাঁরা কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন সৈনিকদের অভিবাদন গ্রহণ করেন।
চমৎকার শৃঙ্খলা, দক্ষতা ও সামরিক চেতনায় ভরপুর এই কুচকাওয়াজের মাধ্যমে আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের নবীন সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
প্রধান অতিথিগণ তাঁদের বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশপ্রেম ও মানবসেবার আদর্শ তুলে ধরে নবীন সৈনিকদের উদ্দেশে বলেন— আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে। তাঁরা নবীন সৈনিকদের দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠান দু’টিতে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশিক্ষণপ্রাপ্ত রিক্রুটদের পরিবারবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।
Leave a Reply