বিজয় চৌধুরী (ঢাকা জেলা বিশেষ প্রতিনিধি)
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দ্বারা পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনার তীব্র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, পবিত্র কোরআন মুসলমানদের প্রাণের চেয়ে প্রিয়। এর অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী এই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সাহস না পায়।
বিক্ষোভ চলাকালে বক্তারা আরো বলেন, শিক্ষা অর্জনের মূল লক্ষ্য হচ্ছে জ্ঞান, মানবতা ও নৈতিকতা অর্জন করা। কোনো অবস্থাতেই ধর্ম অবমাননা বা ঘৃণা ছড়ানো শিক্ষিত সমাজের পরিচয় হতে পারে না।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা প্রচার ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার উদ্দেশ্যে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন।
সমাবেশে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
Leave a Reply