মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
জাতি, কুল বা সীমানা—কোনো কিছুই থামাতে পারেনি ভালোবাসাকে। চীনের ইয়ং সং সং (২৬) ছুটে এসেছেন বাংলাদেশে, দিনাজপুরের বিরল উপজেলার কাজিপাড়া শিমুলতলা গ্রামে, তার প্রেয়সী সুরভী আক্তারের কাছে। এখন চলছে বিয়ের প্রস্তুতি, গ্রামে ভিড় করছেন উৎসুক জনতা।
দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা, পেশায় নির্মাণ প্রকৌশলী ইয়ং সং সং (২৬) এসেছেন বাংলাদেশি তরুণী সুরভী আক্তারের (১৯) সঙ্গে বিয়ে করার জন্য।
প্রায় এক বছর আগে ‘হ্যালো ট্যাক’ অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে প্রেমে, আর সেই প্রেমের টানেই ৪ আগস্ট চীন থেকে বাংলাদেশে আসেন ইয়ং সং সং। ১০ আগস্ট সন্ধ্যায় পৌঁছান সুরভীর বাড়িতে।
সুরভী আক্তার স্থানীয় অটোচালক নুর হোসেন বাবু ও গৃহিণী সাথী আক্তারের মেয়ে। দুই বোনের মধ্যে তিনি ছোট।
গ্রামে এই খবর ছড়িয়ে পড়তেই শত শত মানুষ ভিড় করছেন বিদেশি এই যুবককে দেখতে। স্থানীয়রা জানান, বর্তমানে তার পরিচয় ও কাগজপত্র যাচাই চলছে। সব কিছু ঠিক থাকলে শিগগিরই অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই ভালোবাসার বিয়ে।
Leave a Reply