মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের কুষ্টিয়া জেলা শাখার অফিস ও দৈনিক প্রতিজ্ঞা অফিস উদ্বোধন ও আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৪টা ৩০ মিনিটে কুষ্টিয়া শহরের পরিমল টাওয়ারের (৪র্থ তলা), এন.এস. রোডে আয়োজিত অনুষ্ঠানে জেলার গণমাধ্যম কর্মীদের মিলনমেলা ঘটে।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আব্দুল মতিন, যিনি বর্তমানে কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রধান আলোচকের আসনে ছিলেন সোহেল খন্দকার, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা শাখা এবং সহ সাংগঠনিক সম্পাদক, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব। সভায় সভাপতিত্ব করেন পারভেজ মাজমাদার, সভাপতি কুষ্টিয়া জেলা শাখা ও যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব। আলোচনায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার ও সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, দৈনিক প্রতিজ্ঞা’র প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সীমা, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মুনজুরুল ইসলাম,এবং দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান, মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার, দৈনিক মুক্ত মঞ্চের সহ সম্পাদক মো. আশরাফ আলী জাদু , সহ-সভাপতি দৈনিক লালন কণ্ঠ মো. কোবির আহমেদ, দৈনিক জবাবদিহি উপজেলা প্রতিনিধি একেএম নাজমুল আলমসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সার্বিক আয়োজনে ছিলেন খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের কুষ্টিয়া জেলা শাখা। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ অফিস উদ্বোধনের মাধ্যমে জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্য আরও দৃঢ় হবে এবং সাংবাদিকতার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এই উদ্যোগ কুষ্টিয়া জেলার গণমাধ্যম অঙ্গনে একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply