এম.ইব্রাহিম খলিল,
ভেড়ামারা উপজেলা প্রতিনিধি,,
কুষ্টিয়ার ভেড়ামারায় শশুর বাড়ি বেড়াতে গিয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আলিফ হোসেন নামে এক যুবকের মৃ ত্যু !
নিহত আলিফ ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গোসাইপাড়ার বাসিন্দা তোতা মন্ডলের পুত্র,।
নিহত আলিফ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হাটখোলাপাড়া গ্রামে তার শ্বশুরবাড়িতে দুই দিন আগে বেড়াতে গিয়েছিলেন। আজ সেখানে আরও দুজনের সঙ্গে তিনি পদ্মা নদীতে গোসল করতে নামেন। আকস্মিকভাবে তিনজনই নদীর জলে তলিয়ে যান।
ঘটনাটি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তাদের তৎপরতায় দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর আলিফকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আলিফের এই আকস্মিক মৃত্যুতে গোটা এলাকা, পরিবার ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে!
Leave a Reply