মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার কুমারখালীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন ভেঙে যাওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১১ মে) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার অন্নব রিউশা (১৭), সে ওই গ্রামের সোহেল রানার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি ডোবা পুকুরের পাশে আগুনে পুড়ে যাওয়া অবস্থায় রিউশার মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পরিবারের দাবি, রিউশা দীর্ঘদিন ধরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। হতাশা থেকে সে আত্মহননের পথ বেছে নেয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। রিউশা পড়ালেখায় ভালো ছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে পরিবার জানিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই বলছেন, প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় চাপ ও প্রত্যাশার ভারে কিশোর-কিশোরীরা ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে।
Leave a Reply